-68135891871c3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর আত্রাইয়ে তিল চাষে নতুন করে স্বপ্ন দেখছেন কৃষকরা। দীর্ঘ কয়েক বছর পর আবারও তিল চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা। কৃষি বিভাগের সহায়তায় তিল চাষের সম্প্রসারণ হয়েছে। যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি।
চলতি বছর আত্রাইয়ের ৮ ইউনিয়নে ৫ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে এবং আগামীতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
চকশিমলা গ্রামের কৃষক মো. আলমগীর হোসেন জানান, তিল চাষে কম খরচ ও কম পানির প্রয়োজন হয় এবং বাজারে এর ভালো দাম পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, তিল মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক এবং কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, তিলের স্থিতিশীল চাহিদা এবং লাভজনক দাম কৃষকদের এ চাষে আগ্রহী করেছে। বাজারে তিলের বর্তমান দাম প্রতি কেজি ১০০-১২০ টাকা।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, তিল চাষে সফলতা দেখিয়ে আত্রাই অঞ্চলের কৃষকরা অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যাবে।
এআরএস