-68136c31cb632.jpg)
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত হোসেন আলী। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মানিক মিয়া সকালে হাওরে ধান কাটতে যান। দুপুরে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায় ও হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র ধর বলেন, ‘পাকনার হাওরের জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।’
ওসি সাইফুল ইসলাম বলেন, ‘সকলকে হাওরে ধান কাটার সময় সতর্ক থাকতে হবে।’
আব্দুল হালিম/এআরএস