Logo

সারাদেশ

সুনামগঞ্জে নদীপথে আনা ৯০ ভারতীয় গরু জব্দ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ১৮:৪৮

সুনামগঞ্জে নদীপথে আনা ৯০ ভারতীয় গরু জব্দ

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জে সীমান্ত পেরিয়ে আসা ৯০টি ভারতীয় গরু জব্দ করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত ট্রাস্কফোর্স। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ী ঘাট এলাকার সুরমা নদী থেকে গরুবোঝাই ট্রলারটি করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় থেকে দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে গরুগুলো বাংলাদেশে আনা হয়। এরপর স্থানীয় হাটের গরুর সঙ্গে মিশিয়ে কাগজপত্রে সেগুলোকে দেশীয় গরু দেখিয়ে নদীপথে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা হয়ে দেশের অন্যত্র পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। অভিযানে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

২৮ বিজিবি’র অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০টি গরুসহ একটি ট্রলার আটক করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, বেশির ভাগ গরু ভারতের মেঘালয় থেকে আনা।’

তিনি আরও জানান, গরুগুলো আপাতত স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল হালিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর