মঠবাড়িয়ায় পিকআপচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৮:৫২
-68136e94eb512.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরের মঠবাড়িয়ায় পণ্যবাহী একটি পিকআপের চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও দুইজনসহ চালক গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়ি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম (৪০) উপজেলার ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ী আলমগীর হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সাপলেজা বাজার থেকে অটোরিকশায় মঠবাড়িয়া সদরে আসছিলেন মাকসুদা বেগম, তার স্বামী ও শাশুড়ি। বিশ্বাসবাড়ি সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের একটি পিকআপ অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত আলমগীর হোসেন (৫০) ও তাঁর মা রহিমা বেগম (৯০)কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বশির/এআরএস