Logo

সারাদেশ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ১৮:৫৮

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইলমা উপজেলার ফতেপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা প্রবাসে থাকেন, মা এবং সন্তান মহেশপুর শহরের কাজীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলা করার সময় বাড়ির পাশের খোলা জায়গায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর