Logo

সারাদেশ

‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো’ ভিডিও ভাইরাল

রাজারহাট উপজেলা বিএনপি আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ১৯:০৮

রাজারহাট উপজেলা বিএনপি আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১ মে) জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আনিছুর রহমানকে প্রকাশ্যে হুমকি দিতে, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য দিতে এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে দেখা গেছে। এসব বক্তব্য দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী।

এ প্রেক্ষিতে নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাজারহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক রুবেলকে উদ্দেশ করে আনিছুর রহমান বলেন, ‘কলিজা টানি ছিড়ি ফেলবো… একবারে নিশ্চিহ্ন করে দেবো তোমাক… আমি মামলা দেবো…’—এমন ভাষায় তিনি হুমকি দেন। ৩৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ফজলুল করিম ফারাজী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর