দেশজুড়ে মে দিবস উদযাপন
শ্রমিকদের অধিকার-নিরাপদ কর্মপরিবেশের দাবি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৫, ২০:১৬
-681382435e3ae.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সারাদেশে উদযাপিত হলো আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এবং ‘শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’—এই দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে পালিত হয় নানা কর্মসূচি।
বৃহস্পতিবার (১ মে) জেলা প্রশাসন, রাজনৈতিক
দল ও শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে সকাল থেকেই শোভাযাত্রা, সভা, র্যালি, মানববন্ধনসহ
নানা কর্মসূচিতে মুখর ছিল খুলনা, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদীসহ দেশের নানা প্রান্ত।
শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি নিশ্চিত
করার আহ্বান আর নিরাপদ কর্মপরিবেশ গড়ার দাবিতে কর্মসূচিগুলো ছিল জোরালো ও প্রত্যয়দীপ্ত।
বাংলাদেশের খবর’র ব্যুরো প্রধান, জেলা প্রতিনিধি, মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট,
উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
খুলনা : ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যে খুলনায় পালিত হয়েছে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। তিনি বলেন, ‘১৮৮৬ সালের আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়। মালিকদের উচিত শ্রমিকের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করা।’
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, শ্রম দপ্তরের পরিচালক হাফেজ আহাম্মদ মজুমদার, ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশনের পরিচালক এস হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো. মুজিবুর রহমান ও গোলাম রসুল খান। এর আগে রেলস্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
নরসিংদী : ‘শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয় দিবসটি। সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালি বের হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান ও শ্রম দপ্তরের উপমহাপরিদর্শক এ কে এম সালাউদ্দিন।
মুন্সীগঞ্জ : মে দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পায়রা
ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। পরে র্যালি
ও আলোচনা সভা হয়। জেলা প্রশাসক বলেন, ‘শ্রমিকদের দাবিদাওয়া আদায়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের
পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ার দিকেও নজর দিতে হবে।’
পটুয়াখালী : সার্কিট হাউস থেকে র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে
আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন,
‘সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।’
মেহেরপুর : জেলা প্রশাসনের উদ্যোগে সকালে র্যালি ও আলোচনা
অনুষ্ঠিত সভা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এদিকে বিএনপির পক্ষ থেকে
‘মে দিবসের অঙ্গীকার, ভোট আমার অধিকার’ স্লোগানে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। নেতৃত্ব
দেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদ অরুন।
খাগড়াছড়ি : ‘শ্রমিক-মালিক এক হয়ে দেশ গড়ার’ প্রতিপাদ্যে সকালে পৌর টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বক্তারা বলেন, ‘শ্রমিকের ঘামে গড়া মানবসভ্যতা রক্ষায় ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।’
সাতক্ষীরা : উপকূলীয় শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে অবস্থান কর্মসূচি
পালিত হয় বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্প চত্বরে। আয়োজক ছিল স্থানীয় জনগোষ্ঠী ও বিভিন্ন
স্বেচ্ছাসেবী সংগঠন। নারী শ্রমিকরা সমান কাজের বিনিময়ে বৈষম্যমূলক মজুরির অভিযোগ তোলেন।
শেষে ‘ঘামের দাম কোথায়’ শিরোনামে পথনাটক পরিবেশন করা হয়।
ঠাকুরগাঁও : মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে জেলা বিএনপি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা শহীদ জিয়ার আদর্শে
শ্রমিক অধিকার রক্ষার আহ্বান জানান এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
নীলফামারী : সরকারি ও রাজনৈতিকভাবে পৃথক কর্মসূচিতে দিবসটি পালন হয়।
জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। বিএনপি
কার্যালয় থেকে র্যালি বের করে সাবেক এমপি শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিও জানায়
দলটি।
গোপালগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শেষে আলোচনা সভায়
বক্তব্য দেন প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও শ্রমিক নেতা। এছাড়া বিএনপি ও জাতীয়তাবাদী
শ্রমিক দল পৃথকভাবে র্যালি ও সভার আয়োজন করে।
কেরানীগঞ্জ (ঢাকা) : উপজেলা প্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে র্যালি ও
আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনও রীনাত ফৌজিয়া। এ ছাড়া শ্রমিকদের জন্য বিনা
মূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
বীরগঞ্জ (দিনাজপুর) : জামায়াত, বিএনপি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক কর্মসূচিতে
শহর মুখর হয়ে ওঠে। বক্তব্য দেন বিএনপির ও শ্রমিক নেতারা। অংশ নেন নির্মাণ শ্রমিক, রিকশা
ও অটোচালকরা।
লালমোহন (ভোলা) : উপজেলা শ্রমিক দলের উদ্যোগে র্যালি শেষে মাল্টিপারপাস
হলে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন শ্রমিক দল সভাপতি শাহিন হাওলাদার।
হিলি (দিনাজপুর) : হাকিমপুর উপজেলার হিলি প্রেসক্লাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন
ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে। ক্যাম্পে গরিব ও অসহায় শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা
ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোফাখখায়রুল ইসলাম। শ্রমিকরা
জানান, বাইরে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় এ ধরনের ক্যাম্প তাদের জন্য সহায়ক। ফেডারেশনের
সভাপতি সবিরুল ইসলাম বলেন, ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি অফিসার এবং খামার শ্রমিকদের
জন্য প্রাণিসম্পদ চিকিৎসক নিয়ে ফ্রি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
চরফ্যাসন (ভোলা) : শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চরফ্যাসন উপজেলা শাখা
র্যালি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। শহরের প্রধান সড়ক ঘুরে মিছিলটি সদর রোড চত্বরে
গিয়ে শেষ হয়। বক্তা জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোস্তফা কামাল বলেন,
‘শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে।’ তিনি চাঁদাবাজির বিরুদ্ধে
আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আত্রাই (নওগাঁ) : জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আত্রাইয়ে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিক অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন।
ধামরাই (ঢাকা) : ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়, যা ধামরাই পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পাবনা : ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’—এ প্রতিপাদ্যে পাবনায় মহান মে দিবস পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রশিদ হলে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মফিজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপ-মহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান। সভায় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআরএস