Logo

সারাদেশ

‘তারেক রহমান ক্ষমতায় এলে শ্রমজীবীদের ভাগ্য পরিবর্তন হবে’

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ২১:১৯

‘তারেক রহমান ক্ষমতায় এলে শ্রমজীবীদের ভাগ্য পরিবর্তন হবে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র-ক্ষমতায় এলে এ দেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহামুদুল হাসান ইয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ‘আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের জন্য আমৃত্যু কাজ করেছেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমান আগামীতে রাষ্ট্র-ক্ষমতায় এলে এ দেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। শ্রমজীবী মানুষের কল্যাণে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। যাতে পরিবর্তনের সুফল শ্রমিক-মেহনতি মানুষ প্রকৃত অর্থে ভোগ করতে পারে।’

উপজেলা সদর বাজারের কলেজ রোডে অবস্থিত আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন।

আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোকিনুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রসুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জিয়া প্রজন্ম দলের সভাপতি ইকরাম হোসেন, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজিম প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাকিবুল/এইচকে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর