শৈলকুপায় পাওনাদাররা আটকে দিল গরু ব্যবসায়ীর জানাজা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৫, ২১:৪৫
-6813970aedf7f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকার দাবিতে এক গরু ব্যবসায়ীর জানাজায় বাধা দিয়েছেন পাওনাদাররা। প্রায় ১২ ঘণ্টা ধরে চলা উত্তেজনার পর প্রশাসন ও স্থানীয়দের হস্তক্ষেপে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী বশির উদ্দিন (৫৪) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে মারা যান। জোহর, আসর ও মাগরিব—তিনবার জানাজার প্রস্তুতি নেওয়া হলেও অন্তত ২৫-৩০ জন পাওনাদার এসে জানাজা ও দাফনে বাধা দেন।
স্থানীয়রা জানান, বশির উদ্দিন দীর্ঘদিন ধরে বাকিতে গরু কিনে বিক্রি করতেন। সম্প্রতি ব্যবসায় ক্ষতির কারণে তিনি বিপুল অঙ্কের ঋণে জর্জরিত হয়ে পড়েন। তার মৃত্যুর খবর শুনে বিভিন্ন জায়গা থেকে পাওনাদাররা এসে টাকার দাবিতে মরদেহ কবরস্থানে নিতে বাধা দেন।
শৈলকুপা উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা ওহিদুজ্জামান বলেন, ‘‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে দাফনের ব্যবস্থা করি। এমন অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না।’’
বশিরের ছেলে বাঁধন ইসলাম বলেন, ‘বাবার দেনা হয়েছিল ঠিকই, কিন্তু কার কাছে কত টাকা দেন, তা আমরা জানি না। তারা কেউ আগে আমাদের বাড়িতে আসেননি।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আলোচনার মাধ্যমে দাফন কার্যক্রম সম্পন্ন হয়।’
দিনাজপুর : ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে দিনাজপুরে মহান মে দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও শ্রম দপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমিতে সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক ওসমান গনি। শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
এম বুরহান উদ্দীন/এআরএস