
ইমাম হোসেন নয়ন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চররমজানবেগ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র ইমাম হোসেন নয়নের (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ফেরিঘাটের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম।
নয়ন নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের ছাত্র এবং এশিয়া টেক কোম্পানির কর্মী ছিলেন।
ছুটির দিনে সহকর্মীদের সঙ্গে মুন্সীগঞ্জ সীমান্তঘেঁষা চরকিশোরগঞ্জে ঘুরতে যান নয়ন। দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবু সাঈদ/এআরএস