ময়মনসিংহে জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত, স্ত্রী হাসপাতালে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৫, ২১:৫৯
-68139a579908a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি ফজিলা খাতুন (৬০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন জামাতার স্ত্রী রুমা আক্তার (২২), তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১ মে) গভীর রাতে উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে মনির হোসেনের (৩০) সঙ্গে রুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। রুমা রাজধানীর ইসলামপুরে দর্জির কাজ করতেন। সম্প্রতি ছেলেকে নিয়ে ঢাকায় ফেরার জন্য বাড়ি আসেন রুমা। রাতে স্বামী মনির বাড়িতে এসে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করেন। বাধা দিতে গেলে শাশুড়িকেও ছুরিকাঘাত করেন তিনি।
স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত মনির পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
নাজমুস সাকিব/এআরএস