Logo

সারাদেশ

পলাশবাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৯:২৮

পলাশবাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবণ (২১) এবং বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহত ৪জনই একটি মোটরসাইকেলে ছিলেন। ঢোলভাঙ্গা এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিফাত ও কৌশিকের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

  • আতিকুর রহমান/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর