
পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বুরুজালিয়া গ্রামসংলগ্ন রাবনাবাদ নদীতীর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর পরনে সবুজ রঙের ব্লাউজ ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । দেহ অক্ষত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের স্রোতে লাশটি ভেসে এসেছে।
পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে লাশের পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।
- জাকারিয়া জাহিদ/এটিআর