Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১২:৫৮

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি | ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে সানা মাঝি (৪৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাত ৩টার দিকে মাকহাটি সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সানা মাঝি ওই এলাকার মোহাম্মদ মাঝির ছেলে। তার স্ত্রীর অভিযোগ, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ১১টার দিকে খবর আসে, সড়কে তার মরদেহ পড়ে আছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বুকের ওপর থেকে একটি দেশীয় পাইপগানও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, রাত ৩টার দিকে মরদেহটি হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

এদিকে নিহতের স্বজনরা জানান, স্থানীয় বাবু মাঝি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ হত্যার দায় স্বীকার করেছেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

  • আবু সাইদ আপন/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর