Logo

সারাদেশ

দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাশেম কাজীর মৃত্যু, এলাকায় গভীর শোক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৫:৩৫

দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাশেম কাজীর মৃত্যু, এলাকায় গভীর শোক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিক আবুল কাশেম কাজী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৫ বছর তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

কাশেম কাজী দাদপুর ইউনিয়নের কলমেশ্বরদী গ্রামের মরহুম আব্দুল গনি কাজীর ছেলে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিন মেয়াদে প্রায় ২৭-২৮ বছর দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির প্রতি ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ। প্রতিকূল সময়েও দলের জন্য অকুণ্ঠভাবে কাজ করেছেন।

রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সমাজসেবায়ও তিনি সক্রিয় ছিলেন। তিনি বাগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রায় ২৩ বছর প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কাদিরদী কলেজ গভর্নিং বোর্ডেরও সদস্য ছিলেন।

১৯৮৬-৮৭ সালে তিনি কমলেশ্বরদী এলাকা থেকে ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হন। একবারই মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। জীবনে চারবার ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার ছোট ভাই ও বিএনপি নেতা মোহাম্মদ আদম কাজী বাংলাদেশের খবরকে উপরোক্ত তথ্যগুলো নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার বাদ আসর জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদী গ্রামের বাসিন্দা কাশেম কাজীর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বেলায়েত হুসাইন/এইচকে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর