Logo

সারাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৬:০৪

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় জিসান খান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (০২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সালথা-ফরিদপুর সড়কের কাউলিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন জিসান। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই নসিমনের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার পরপরই নসিমনের চালক পালিয়ে যায়।

সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পারভেজ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর