Logo

সারাদেশ

নাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৭:১১

নাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে চাকার ওপর পড়ায় বগিটি বিকল হয়ে যায়। এতে ভেতরে থাকা দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (০২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশের সময় হঠাৎ ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে যায়। এ সময় বিকট শব্দে পুরো বগিটি চাকার ওপর আছড়ে পড়ে। পরে বিকল বগিটি রেখে বাকি বগি সংযুক্ত করে আধঘণ্টা পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

আব্দুলপুর স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, বিকল বগি অপসারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ১ নম্বর প্ল্যাটফর্মে বগিটি বিকল হলেও ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানান তিনি।

মেহেদী হাসান তানিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর