Logo

সারাদেশ

পূর্বধলায় জাতীয় পরিচয়পত্র জাল করে আয়া পদে নিয়োগের অভিযোগ

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৭:৫৭

পূর্বধলায় জাতীয় পরিচয়পত্র জাল করে আয়া পদে নিয়োগের অভিযোগ

নেত্রকোনার পূর্বধলার আৎকাপাড়া উচ্চবিদ্যালয় /ছবি : সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলার আৎকাপাড়া উচ্চবিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্রে নাম ও বয়স জালিয়াতির মাধ্যমে আয়া পদে নিয়োগের অভিযোগ উঠেছে। স্থানীয় এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

ভুক্তভোগী সুমি আক্তার অভিযোগে উল্লেখ করেছেন, ২০২২ সালের ১৪ আগস্ট বিদ্যালয়টিতে আয়া, অফিস সহায়ক ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সেখানে ধলামূলগাও ইউনিয়নের আৎকাপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাকের স্ত্রী ও আজমত আলীর মেয়ে নার্গিস আক্তার আয়া পদে আবেদন করেন। সেখানে জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ২৫ আগস্ট ১৯৮৩।

যেখানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স হয় ৪০ বছর। কিন্তু বেসরকারি শিক্ষক, কর্মচারী নিয়োগ বিধি অনুযায়ী এই পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর।

অভিযোগে বলা হয়, পরে বয়স ও নাম পরিবর্তন করে নতুন জন্ম নিবন্ধন করা হয়। যাতে জন্ম তারিখ করা হয় ২৫ আগস্ট ১৯৯৩। আর নাম পরিবর্তন করে করা হয় নাসিমা আক্তার। পিতার নাম দেওয়া হয় আমজদ আলী। এতে বয়স দেখানো হয় প্রায় ৩০ বছর। যেখানে তাদের ছেলে ও মায়ের বয়সের ব্যবধান হয় মাত্র ৯ বছর।

এসব অনিয়মের বিষয়ে গত ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছেন সুমি আক্তার নামের এক নারী।

এ বিষয়ে জানতে চাইলে আৎকাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান বলেন, ‘আয়া নিয়োগে কোনো অনিয়ম হয়নি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত নাসিমা আক্তার বলেন, ‘আমি কোনো জাল সনদ ব্যবহার করিনি। আমার নাম নার্গিস আক্তার নয়।’

মো. শফিকুল ইসলাম খান/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর