
ছবি : বাংলাদেশের খবর
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার ও দুটি বালু ভর্তি ট্রলার জব্দ করা হয়। অভিযানের সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং চরের মাটি বিক্রির মহোৎসব চলছিল বছরের পর বছর। ফলে নদীর পাড় ভেঙে বিলীন হয়ে গেছে এ অঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলি জমি। জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। চরে গেলেই সন্ত্রাসীরা অস্ত্র হাতে ছুটে আসত। ফলে চরে ফসল ফলাতে পারতেন না কৃষকরা।
দিনের পর দিন প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও অবৈধ বালু ও মাটি উত্তোলনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। তবে বর্তমানে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবৈধ এ কার্যক্রম অনেকটা বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মাঝে।
মেহেদী হাসান তানিম/এমবি