Logo

সারাদেশ

কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৮:০৯

কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে /ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ মে) দুপুরে পৌর শহরের ঈদগাহ মাঠ এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে শ্রমিক নেতা রিজন সরকারের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে পথসভা করে শেষ হয়।

মো. আব্দুর রহমানের সভাপতিত্বে পথসভা পরিচালনা করেন মো. আজিজুল হক। পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব, শ্রমিক নেতা রিজন সরকার, মো. রিপন, আজিজুল হক, ফুলবাবু, মতিয়ার রহমান, নুর ইসলাম নুরু, নুর আলম সিদ্দিকী শাহীন, মান্নান হোসেন, লিটন, সারোয়ার জাহান শাওন, সোহেল রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া মাহফিল ও বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনসহ রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা পালন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

ফজলুল করিম ফারাজী/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর