Logo

সারাদেশ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৯:১৩

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০

ছবি : বাংলাদেশের খবর

মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃতরা কক্সবাজার ও চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ মে কোস্টগার্ডের জাহাজ ‘তাজউদ্দিন’ সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর থাকায় ওই এলাকায় কোনো বোটের উপস্থিতি বেআইনি।

কমান্ডার হারুন-অর-রশীদ জানান, কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে তা উপেক্ষা করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়, যা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছিল।

পরে আটক ১০ জনকে টেকনাফ মডেল থানায় এবং জব্দকৃত সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর