Logo

সারাদেশ

নওগাঁয় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ২০:৩৯

নওগাঁয় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর মান্দা উপজেলায় ১৬ বছর বয়সী ‘এসএসসি পরীক্ষার্থীকে বিয়ে করার পর অস্বীকার’ করেছেন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার বিকেলে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

র‍্যাব ও মান্দা থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নাটোরের বনপাড়ায় আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান।

প্রধান শিক্ষক আকরাম হোসেন মান্দা উপজেলার হাজীগোবিন্দপুর ফকিরপাড়া গ্রামের আফসার মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমি অশিক্ষিত মানুষ। আমাদের এলাকার মুনসুর কাজীর সহযোগী আলম এসে বিয়ে রেজিস্ট্রি করে। আমাকে যেখানে স্বাক্ষর দিতে বলে সেখানে স্বাক্ষর দেই। এরপর আমি কয়েকবার তার কাছে গিয়ে বিয়ের নকল চাইলে বিভিন্নভাবে তালবাহানা করে আমাকে নকল দেননি।

এর মধ্যে স্থানীয়দের করা অভিযোগের জন্য বুধবার আমাকে ডাকলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তদন্ত কর্মকর্তাদের কাছে আমার মেয়েকে বিয়ে দিইনি বলতে বাধ্য করে। আমার মেয়েকে যদি বিয়ে না করে, তাহলে সে তাকে ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছি।’

মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে নাটোরের বনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এম এ রাজ্জাক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর