Logo

সারাদেশ

ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ২০:৫৯

ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০২ মে) দুপুরে চাঁদপুর আদালতে তাদের সোপর্দ করে কচুয়া থানা পুলিশ। 

সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সুমন উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হাড়িচাইল মুন্সিবাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে এবং মহসিন একই বাড়ির আব্দুল হালিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় গৃহবধূ (৩০) তার ১০ বছর বয়সী ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হলে তাকে খুঁজতে বের হন। ছেলেকে খোঁজার জন্য তিনি ওই গ্রামের মুন্সিবাড়িতে গেলে অভিযুক্তরা জানান, তার ছেলে পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে আছে। তারা গৃহবধূকে সেখানে নিয়ে যায়। পরে ওই দুই যুবক গৃহবধূকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

গৃহবধূ ধর্ষণের শিকার হয়ে সম্মানহানির আশঙ্কায় শুরুতে ঘটনাটি গোপন রাখেন। তবে কয়েকদিন পর বিষয়টি জানাজানি হলে পরিবারের পরামর্শে তিনি ৩০ এপ্রিল কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার (০১ মে) ভোরে উপজেলার রহিমানগর এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে।

গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, পরবর্তীতে তার নিখোঁজ ছেলেকে মাদ্রাসা এলাকা থেকেই খুঁজে পাওয়া যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে তাদের শুক্রবার (২ মে) দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর