এবার ডিসেম্বরেই বই নিয়ে বাড়ি ফিরবে শিক্ষার্থীরা : শিক্ষা সচিব

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৫, ২১:২৭

ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ‘বি’ ইউনিটের জিএসটি গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ মে) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস ও আব্দুল মজিদ কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে ৯২২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮১৬ জন। অনুপস্থিত ছিলেন ১০৬ জন। উপস্থিতির হার ৮৮.৫ শতাংশ।
এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ ও প্রক্টর ড. শেখ আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
এ সময় বই সংকট নিরসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বলেন, আপনারা জানেন, গত বছর একেবারে শেষ সময়ে এসে আমাদের বইয়ের কারিকুলামে পরিবর্তন করতে হয়েছে। ফলে বই মুদ্রণের কাজটা আমরা দেরিতে শুরু করেছি। কিন্তু বিগত ২০ বছরের ইতিহাসে ২০১৭ সাল ছাড়া কোনো বছরই এপ্রিল মাসের আগে পুরোপুরি বই বিতরণ করা যায়নি।
তিনি আরও বলেন, এবার কিন্তু আমরা ২০ মার্চের আগেই সব প্রতিষ্ঠানে বই পৌঁছে দিয়েছি। যেহেতু রমজান মাস ছিল, সব বাচ্চারা স্কুলে আসেনি—তাই তারা বই পেয়েছে স্কুল ছুটির পরে। তবে আগামী বছরের জন্য আমরা এমনভাবে পরিকল্পনা সাজিয়েছি, যেন ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষার শেষ দিন শিক্ষার্থীরা বই নিয়ে বাড়ি ফিরতে পারে।
উল্লেখ্য, আগামী ৯ মে তৃতীয় ধাপে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
আব্দুল হালিম/এমবি