ছবি তোলার সময় মামা-ভাগিনাকে ধরে নিয়ে গেল বিএসএফ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০২ মে ২০২৫, ২১:৪৫

ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (০২ মে) সন্ধ্যার আগে পাটগ্রাম উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- এসএসসি পরীক্ষার্থী রিমন ইসলাম ও তার মামা বগুড়ার বাসিন্দা মাজেদুল ইসলাম।
স্থানীয়রা জানিয়েছেন, মোস্তাকের ছেলে রিমন ইসলাম ও তার মামা মাজেদুল ইসলাম সন্ধ্যার একটু আগে বাড়ির পাশের সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অনেক লোকজন জড়ো হন।
এ বিষয়ে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাহেবুল ইসলাম টিটুল/এমবি