Logo

সারাদেশ

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না : রহমাতুল্লাহ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ মে ২০২৫, ২১:৫৭

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না : রহমাতুল্লাহ

ছবি : বাংলাদেশের খবর

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (০২ মে) টুংগিবাড়িয়া ইউনিয়নের সমরাজি মন্দিরে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

এ সময় রহমাতুল্লাহ বলেন, দেশে যে যার ধর্ম পালন করবে। কোনো বৈষম্য কিংবা ভেদাভেদ নেই। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণেই কাজ করে যাচ্ছে বিএনপি। 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে বিএনপি।

রহমাতুল্লাহ বলেন, ৫ আগস্টের পর তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘু পরিবারদের বাড়িঘর ও সম্পদ পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছিল বিএনপির কর্মীরা।

জেআই জুয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর