নীলফামারীতে উদ্দীপ্ত তরুণের সম্মাননা অনুষ্ঠান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১০:৫৪

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জনকে সম্মাননা প্রদান করেছে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’। শুক্রবার (২ মে) বিকেলে নীলফামারী সদর উপজেলার ডাঙ্গাপাড়া ঈদগাঁহ মাঠে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা শাখার নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন নিউরোসায়েন্স হাসপাতালের স্নায়ু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান আসাদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন।
অনুষ্ঠানে কৃতি দুই শিক্ষার্থী, মেধা অন্বেষণ ও সৃষ্টিশীল কর্মকাণ্ডে অবদানের জন্য ৮ জন এবং বিভিন্ন সামাজিক কাজে অবদানের জন্য ১৫ জনকে সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথি ড. খায়রুল আনাম বলেন, সমাজকে এগিয়ে নিতে যুবাদের এগিয়ে আসতে হবে। তারা ভালো কাজের সঙ্গে থাকলে অন্যরাও সচেতন হবে। যুবকরাই দেখিয়েছে ৫ আগস্টের প্রেক্ষাপট কীভাবে বদলে দেওয়া যায়।
সংগঠনের সভাপতি রেজাউল করিম জানান, বর্ষপূর্তি উপলক্ষে ইসলামিক সংগীত, বৃক্ষরোপণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় তরুণদের উৎসাহেই সংগঠনটির যাত্রা শুরু হয়। তখন থেকেই আমরা শিক্ষা, স্বাস্থ্য ও সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছি।
- তৈয়ব আলী সরকার/এটিআর