Logo

সারাদেশ

সখীপুরে ইয়াবাসহ ২ মাদককারবারি আটক

Icon

সখীপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০৮

সখীপুরে ইয়াবাসহ ২ মাদককারবারি আটক

টাঙ্গাইলের সখীপুরে র‌্যাবের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।

আটক ব্যক্তিরা হলেন, কালিয়া ধলী পাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে আজিজুর রহমান (৫০) ও বড়চওনা এলাকার সোনা মিয়ার ছেলে মাসুদ রানা (২৬)।

অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোট ৯১ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. কাউসার বাঁধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

মুহাম্মদুল্লাহ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর