চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৪:৫৪

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইয়াছিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (০৩ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা-বাদামতল এলাকায় মনসা হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (প্রকাশ কালু সওদাগর) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিনখাইন এলাকার শামসুল আলমের ছেলে। স্থানীয়রা জানান, তিনি ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সৌদিয়া পরিবহনের বাসচালক ও তার সহযোগী ঘটনার পর পালিয়ে গেছেন।
এমবি