Logo

সারাদেশ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৫:১৫

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝালকাঠির নলছিটিতে অটোরিকশার সঙ্গে মাহেন্দ্র (থ্রি হুইলার) গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম দপদপিয়ার বকুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) ও একই উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম (৫০)।

আহতরা হলেন- মো. বাদল (৪৫) ও মো. ফাহিম (১৩)। তাদের দুজনকেই মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা দুজনই বাকেরগঞ্জের ফলাঘর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থেকে বরিশালগামী একটি মাহেন্দ্র গাড়ি চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি রাস্তার পাশে থেমে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে মাহেন্দ্রটি ছিটকে পড়লে ঘটনাস্থলেই গাড়ির দুই যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মাহেন্দ্র গাড়িটি জব্দ করেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহাদাত হোসেন মনু/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর