Logo

সারাদেশ

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৬:১৩

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মো. রফিক (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৩ মে) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ইনসেপটা ফার্মার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার খুশিচর গ্রামের মো. তমিজউদ্দিনের ছেলে। তিনি ধামরাইয়ের জয়পুরা এলাকার পলমল গার্মেন্টসের (নাফা-২) সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন রফিক। বারবাড়িয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মনোয়ার হোসেন রুবেল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর