Logo

সারাদেশ

বগুড়া মডেল স্কুলকে রাজস্ব খাতে ফেরানোর দাবিতে মানববন্ধন

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৬:৩৩

বগুড়া মডেল স্কুলকে রাজস্ব খাতে ফেরানোর দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া মডেল স্কুল ও কলেজকে রাজস্ব খাতে ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা।

শনিবার (০৩ মে) সকাল ১১টায় বগুড়ার সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সরকারি প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৫ সালে তারেক রহমান শিক্ষাপ্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। কিন্তু ২০০৬ সালে এটি বিয়াম ফাউন্ডেশনের অধীনে দেওয়ার পর নাম পরিবর্তনসহ নানা অনিয়ম শুরু হয়।

বক্তারা আরও বলেন, ‘বগুড়া মডেল স্কুল ও কলেজ’ (বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া)-কে রাজস্ব খাতে ফিরিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আকুল আবেদন জানানো হচ্ছে। বিগত সরকারের সময় থেকে বগুড়াসহ গোটা উত্তরবঙ্গ নানাভাবে উন্নয়নবঞ্চিত ও বৈষম্যের শিকার হয়ে আসছে। ‘বগুড়া মডেল স্কুল ও কলেজ’কে রাজস্ব খাতে না নেওয়াটা অত্র অঞ্চলকে উন্নয়নবঞ্চিত করারই অংশ। প্রতিষ্ঠানটিতে দীর্ঘ ষোলো-সতেরো বছরে নানা বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি পুঞ্জীভূত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, সাংবাদিক মামুনুর রশিদ, আব্দুস সালাম, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, মঞ্জুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা সিফ উল্লাহ। শিক্ষার্থীরাসহ আরও অনেকে এতে অংশ নেন।

জুয়েল হাসান/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর