Logo

সারাদেশ

স্ত্রীর স্বীকৃতি দাবিতে জামায়াত নেতার বাড়িতে তরুণীর অনশন

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৭:২৪

স্ত্রীর স্বীকৃতি দাবিতে জামায়াত নেতার বাড়িতে তরুণীর অনশন

ছবি : সংগৃহীত

ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতি দাবিতে জামায়াত নেতার বাড়ির সিঁড়িতে বসে অনশন করছেন এক তরুণী। অভিযুক্ত সাইফুল্লাহ মানসুর হেলাল উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি।

শুক্রবার (২ মে) বিকেলে হেলালের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। তার দাবি, হেলালের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন তিনি। ঢাকায় ভাড়া বাসায় দীর্ঘদিন সংসারও করেছেন। কিন্তু এখন হেলাল তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন।

এ সময় হেলালের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে তালা ঝুলছে। বাড়ির সিঁড়িতে অনশনরত তরুণী বলেন, ‘আমি তার স্ত্রী। ঢাকায় একসঙ্গে থেকেছি। এখন আমাকে অস্বীকার করছে। আমি ন্যায়বিচার চাই।’

স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হতেই হেলাল ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে চরফ্যাশন জামায়াতের আমির মীর শরীফ হোসেন বলেন, ‘ঘটনাটি ষড়যন্ত্রমূলকও হতে পারে। তবে তারা মামাতো-ফুফাতো ভাইবোন। বিষয়টি আলোচনা করে দেখছি।’

এদিকে শনিবার দুপুরে শশীভূষণ থানা পুলিশ অনশনরত তরুণীকে থানায় নিয়ে যায়। থানার ওসি তারিক হাসান রাসেল বলেন,

‘ছেলেপক্ষ একটি অভিযোগ করেছে। আমরা উভয় পক্ষের বক্তব্য নিচ্ছি।’

এম ফাহিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর