Logo

সারাদেশ

অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে ইউএনও হেনস্তা

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৭:৩২

অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে ইউএনও হেনস্তা

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

শনিবার (০৩ মে) দুপুরে পৌরসভার পশ্চিম চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

ইউএনওকে হেনস্তা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও জিল্লুর রহমান লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। এ সময় পশ্চিম চৌরঙ্গী এলাকায় কয়েকজন ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে ইউএনও’র সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। ইউএনও ব্যবসায়ীদের শান্ত হতে বললে, উলটো দুই-একজন ব্যবসায়ী তাকে ধাক্কা দেন এবং আদালত পরিচালনায় বাধা দিতে থাকেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। শুরু হয় তীব্র সমালোচনা। নেটিজেনরা এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, এটা নতুন নয়, এর আগেও তারা সরকারি কাজে বাধা দিয়েছেন। অভিযান পরিচালনায় যা ঘটেছে, তা তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন এবং আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছেন। সরকারি কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর