Logo

সারাদেশ

সর্বহারা পার্টির সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৭:৫৪

সর্বহারা পার্টির সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার ভাবানিপুর ইউনিয়নের দলিল গ্রামে সর্বহারা পার্টির সদস্য সুলতান মাহমুদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, গ্রামবাসীদের হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (০৩ মে) দুপুর ১২টার দিকে দলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ নেন। তারা সুলতান মাহমুদের দ্রুত গ্রেপ্তার ও তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের জোর দাবি জানান।

ভুক্তভোগী আলম শেখ অভিযোগ করে বলেন, আমি ও আমার স্ত্রী আয়েশা খাতুন গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে ২১ শতক জমি কিনেছি। সেই জমি সুলতান মাহমুদ সন্ত্রাসী ভাড়া করে জোর করে দখল করে নেয়। বাধা দিলে আমাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। আমরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছি এবং থানায় মামলা করেছি। কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি।

সুলতান মাহমুদের চাচাতো ভাই আজিজ বলেন, সুলতান মাহমুদ দীর্ঘ ১৮ বছর ধরে সর্বহারার পার্টির সক্রিয় সদস্য। ফকরুল উদ্দিনের আমলে এলাকা ছেড়ে পালিয়ে ছিল। তার তাণ্ডবে পুরো এলাকা আতঙ্কিত। সে মানুষকে হুমকি দিয়ে জমি দখল করছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী আলম, আশা বেগম, গোলাম মোস্তফা, গণেশ মাহাতো, গোলাম রাব্বানী, দুলাল হোসেন, রেনুকা বেগম, হেলাল, হযরত আবুল হোসেন, শ্রী আকুল, শ্রী অবিনাশ, শ্রী উল্লাস, জহুরুল ইসলাম বলেন, সুলতান মাহমুদ সন্ত্রাসী কায়দায় এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। সে জোরপূর্বক জমি দখল করছে। প্রতিনিয়ত আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

গ্রামবাসীদের দাবি, সুলতান মাহমুদকে দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আদালতে তার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বানও জানান তারা।

এ বিষয়ে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সুলতানকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকবার অভিযান দেওয়া হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে তদন্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

আব্দুল ওয়াদুদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর