Logo

সারাদেশ

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ৬ সাংবাদিককে সম্মাননা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৮:২২

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ৬ সাংবাদিককে সম্মাননা

ছবি : বাংলাদেশের খবর

‘গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা জরুরি’—এ প্রতিপাদ্যে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫।

শনিবার (৩ মে) সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও রোটারি ক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার আয়োজনে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, লুৎফর রহমান, বর্তমান সভাপতি কাজী এনামুল হক ফারুক, দেবিদ্বার প্রেসক্লাব সভাপতি আতিকুর রহমান বাশারসহ আরও অনেকে।

গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন এবং পরিবেশবিষয়ক প্রতিবেদনের জন্য এবার সম্মাননা পেয়েছেন কুমিল্লার ৬ জন সাংবাদিক। তারা হলেন—এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক যুগান্তরের ব্যুরো রিপোর্টার মুহাম্মদ আবুল খায়ের, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, মানবজমিনের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অনলাইন পোর্টাল ‘কুমিল্লার জমিন’-এর সম্পাদক ও টকশো উপস্থাপক শাহাজাদা এমরান এবং সাপ্তাহিক গোমতি সংবাদ পত্রিকার প্রকাশক মোবারক হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন, মো. শহিদুল্লাহ, জামাল উদ্দিন দামাল, মাহবুবুর রহমান কাশেম, অধ্যাপক মাসুদ মজুমদার, শাহ আলম সফি, বাবর হোসেন, মো. শাখাওয়াত হোসেন, সৈয়দ আহমেদ লাভলু, রবিউল বাশার খান ও নেকবর হোসেন।

বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়ে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হতে হয়। সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যেন নির্যাতনের শিকার না হন, সে জন্য প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন টিকিয়ে রাখতে সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য।

সোহাগ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর