বিকেএসপিতে সুযোগ পেলেন রিকশাচালকের ছেলে আরিফ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৮:৩১

আরিফুল ইসলাম আরিফ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের রয়েল ফুটবল একাডেমির খেলোয়াড় আরিফুল ইসলাম আরিফ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।
আরিফের বাবা এনতাজ আলী একজন রিকশাচালক। অভাব-অনটনের মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে সে।
রয়েল ফুটবল একাডেমির কোচ ও কর্মকর্তারা জানান, ছোটবেলা থেকেই ফুটবলে মেধাবী ছিল আরিফ। নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়ে নিজের দক্ষতা বাড়িয়েছে সে। এ অর্জনে একাডেমিতে উৎসবের আমেজ বইছে।
আরিফের বাবা এনতাজ আলী বলেন, ‘ছেলের এ সাফল্যে আমি খুব খুশি। গরিবের ঘরে জন্ম হলেও ওর স্বপ্ন যেন থেমে না যায়, সেই প্রার্থনা করি।’
স্থানীয়দের মতে, আরিফের এ সাফল্য তুষভান্ডারসহ পুরো অঞ্চলের তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
এআরএস