Logo

সারাদেশ

বিকেএসপিতে সুযোগ পেলেন রিকশাচালকের ছেলে আরিফ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৮:৩১

বিকেএসপিতে সুযোগ পেলেন রিকশাচালকের ছেলে আরিফ

আরিফুল ইসলাম আরিফ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের রয়েল ফুটবল একাডেমির খেলোয়াড় আরিফুল ইসলাম আরিফ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।

আরিফের বাবা এনতাজ আলী একজন রিকশাচালক। অভাব-অনটনের মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে সে।

রয়েল ফুটবল একাডেমির কোচ ও কর্মকর্তারা জানান, ছোটবেলা থেকেই ফুটবলে মেধাবী ছিল আরিফ। নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়ে নিজের দক্ষতা বাড়িয়েছে সে। এ অর্জনে একাডেমিতে উৎসবের আমেজ বইছে।

আরিফের বাবা এনতাজ আলী বলেন, ‘ছেলের এ সাফল্যে আমি খুব খুশি। গরিবের ঘরে জন্ম হলেও ওর স্বপ্ন যেন থেমে না যায়, সেই প্রার্থনা করি।’

স্থানীয়দের মতে, আরিফের এ সাফল্য তুষভান্ডারসহ পুরো অঞ্চলের তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর