পানির সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:১০

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোরো ধানক্ষেতে পানির সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গণি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল গণি শালবাহান ইউনিয়নের নারায়নগছ গ্রামের কাচু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই ছিল আব্দুল গণির ধানক্ষেত। দুপুরে তিনি সেচের পানি দেওয়ার জন্য মোটর চালান। পানি সেচ শেষে মোটরের সুইচ বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়া বলেন, ধানক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক আব্দুল গণির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসকে দোয়েল/এমবি