
ছবি : বাংলাদেশের খবর
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাবনার ইছামতি নদী খননের কাজ শহরের লাইব্রেরি বাজার ব্রিজ পয়েন্ট থেকে শুরু হয়েছে।
শনিবার (০৩ মে) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
ইছামতি নদী রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ‘ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনা’ খনন কাজের পক্ষে অবস্থান নিয়ে মানববন্ধন, পথসভা ও সমাবেশের আয়োজন করে।
সকাল থেকে লাইব্রেরি বাজার এলাকায় জনসাধারণ, আন্দোলনকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। প্রচণ্ড রোদের মধ্যেও খনন কার্যক্রমে জনসচেতনতা ও চাপ অব্যাহত রাখতে জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
খনন কাজের দায়িত্বে রয়েছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস আহাদ বিল্ডার্স। কর্মকর্তারা জানান, খনন কাজের অগ্রগতি মনোরম ও আশাব্যঞ্জক। মামলার জটিলতা নিরসন ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
লাইব্রেরি বাজার পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনা’র সভাপতি এস এম মাহবুব আলম।
বক্তব্য রাখেন অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি ও শিক্ষাবিদ মাহাতাব উদ্দিন বিশ্বাস, দৈনিক জীবন কথা সম্পাদক আবু সালেহ মো. আব্দুল্লাহ, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রিভারাইন পিপল পাবনার সভাপতি ড. মনছুর আলম, বেলা’র নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, কবি আজিজা পারভীন, অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, কৃষিবিদ জাফর সাদিক, রোটা. জালাল উদ্দিন, সাংবাদিক শহিদুল ইসলাম রিজু, রিজভি জয়, শিশির ইসলাম, হুমায়ুন রাশেদ, কবি করুণা নাসরিন, নারী উদ্যোক্তা সোনিয়া খাতুনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
এসএ কামাল/এমবি