গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবসের র্যালি

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গৌরনদী
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:৫৯

ছবি : বাংলাদেশের খবর
আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (০৩ মে) সকালে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
সকালে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া ও হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান।
গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক কাজী আল আমিন, খায়রুল ইসলাম, সৈয়দ নকিবুল হক, মোল্লা ফারুক হাসানসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক বিএম বেলাল হোসেন।
এসএম মিজান/এমবি