বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার ফেস্ট’

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৩ মে ২০২৫, ২০:৪৫

ছবি : বাংলাদেশের খবর
বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তরুণদের জন্য বহুল প্রত্যাশিত ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৫’। শনিবার (৩ মে) বিটিইসি ক্যাম্পাসে আয়োজিত এই ফেস্টে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে।
এক্সিলেন্স বাংলাদেশ, জেসিআই ঢাকা হেরিটেজ, বিজ্ঞান ও গবেষণা ক্লাব বিটিইসি এবং ক্যারিয়ার ক্লাব বিটিইসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে দেশের শীর্ষ কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের কর্পোরেট নেতৃত্ব গড়ে তুলবে। শুধু ডিগ্রি নয়, ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং লক্ষ্য স্থির রেখে কাজ করার মানসিকতা।
তারা আরও বলেন, এমন আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তার পরিসর বিস্তৃত করা এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার একটি বড় সুযোগ।
তারা যোগ করেন, এই আয়োজনের মাধ্যমে বরিশালের তরুণদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করার নতুন মাত্রা যোগ হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন চলমান থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গানচিল মিউজিক ও এসিক্স ফাউন্ডার আসিফ ইকবাল, গ্রামীণ ডানোন ফুডস ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, গ্রামীণ ডানোন সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, দ্য ডেইলি স্টার চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট স্কিল ডেভেলপমেন্ট সাবেক সিএইচআরও আলেয়া আক্তার, জেসিআই বাংলাদেশ জাতীয় ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজ রিমাজ খান, এম-টেক্স সুঝোউ (AM-TEX SUZHOU) কান্ট্রি ম্যানেজার ইঞ্জি. মো. আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ অ্যাসাইনমেন্ট সম্পাদক মুক্তাদির অনিক, মিডিয়ামিক্স কমিউনিকেশন সিইও আব্দুল্লাহ হাসান, বিটিভি ও বেতার প্রোগ্রাম ব্যবস্থাপক রাশেদ ইমাম, হায়ার বাংলাদেশ রিটেইল সেলস হেড অফ কেএম জামাল হোসেন প্রমুখ।
বাংলাদেশের খবর এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল।
দিনব্যাপী এই আয়োজন ছিল কর্মশালা, প্রশ্নোত্তরপর্ব, কেস স্টাডি আলোচনা এবং নেটওয়ার্কিং সেশনে ভরপুর।
শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং সরাসরি প্রফেশনালদের সঙ্গে কথা বলার সুযোগ পান। তারা তাদের ক্যারিয়ার সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর খুঁজে পান এবং ভবিষ্যতের জন্য নতুন ধারণা লাভ করেন।
এমএইচএস