Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মীকে দাফনের পর ককটেল বিস্ফোরণ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ২১:১৮

মুন্সীগঞ্জে শ্রমিক লীগ কর্মীকে দাফনের পর ককটেল বিস্ফোরণ

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি গ্রামে শ্রমিক লীগ কর্মী সানা মাঝির (৪২) দাফনের পর কবরস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের লোকজন সানাকে পিটিয়ে হত্যা করে। নিহত সানা মাঝি মধ্য মাকহাটি গ্রামের প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। অভিযুক্ত বাবু মাঝি একই গ্রামের শামসুল মাঝির ছেলে।

স্থানীয়রা জানান, ময়নাতদন্ত শেষে দুপুরে সানার লাশ বাড়িতে আনা হয়। বাদ যোহর জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। ফেরার পথে কবরস্থানের কাছে প্রতিপক্ষের লোকজন ককটেল নিক্ষেপ করলে মুহুর্মুহু বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের ভাই আসাদ মাঝি দাবি করেন, প্রায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, দাফনের পর ফেরার সময় কবরস্থানের অদূরে ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে শুক্রবার নিহত সানার ভাই মো. হাবু মাঝি সদর থানায় বাবু মাঝিকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৪)। আসামিরা হলেন—বাবু মাঝি, আল-আমিন মাঝি, সাদ্দাম মাঝি, রমজান মাঝি, মুন্না মল্লিক, তপু মল্লিক, কাউসার, হিরণ মল্লিক, কামাল সরকার, আরিফ সরকার ও স্বাধীন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর