Logo

সারাদেশ

শেরপুরে ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:০৫

শেরপুরে ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত

ছবি : বাংলাদেশের খবর

শেরপুরের নালিতাবাড়ীতে ড্রামট্রাকের চাপায় তজুমুদ্দীন তারা (৪০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকে থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (০৩ মে) রাত ১০টার দিকে উপজেলার বাইটকামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তজুমুদ্দীন তারা উপজেলার গেরামারা গ্রামের বাসিন্দা। গুরুতর আহতদের মধ্যে একজন আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাথরবোঝাই একটি ড্রামট্রাক নালিতাবাড়ী থেকে গন্তব্যের দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয় ট্রাকটি। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তজুমুদ্দীন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইজিবাইকের পাঁচ যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। আর দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি জব্দ করেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ট্রাক নিয়ে ট্রাকচালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করে নালিতাবাড়ী থানা পুলিশ। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাহরিয়ার শাকির/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর