Logo

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা বহিষ্কার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৯:৪৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে ‘স্থায়ীভাবে’ বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- সংগঠনের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস।

শনিবার (০৩ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বহিষ্কারাদেশের একটি চিঠি ছড়িয়ে পড়ে।

চিঠিটিতে সংগঠনের জেলা আহ্বায়ক মো. ইকরাম হোসেন ও সদস্যসচিব মো. ফয়সাল প্রিন্সের স্বাক্ষর ও সিল দেখা যায়।

চিঠিতে লেখা রয়েছে, মামুন মিয়া ও রিয়াদ আহমেদ উল্লাসের বিরুদ্ধে সাংগঠনিক নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। তাদের কোনো প্রকার কর্মকাণ্ডের দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা বহন করবে না।

বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ফয়সাল প্রিন্স বলেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতিবহির্ভূত তথ্যপ্রমাণ পেয়েছি। এ কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।

তবে ঠিক কী ধরনের অপরাধের জন্য বহিষ্কার করা হয়েছে, তা না জানালেও তিনি বলেন, এসব ইন্টারনাল বিষয়। সংগঠনের সুনাম রক্ষার্থে কারণগুলো বলতে পারছি না।

আব্দুর রউফ ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর