Logo

সারাদেশ

আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:৩৫

আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ

ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গেছে জান্নাতুল আক্তার (১৬) নামে এক কিশোরী।

শনিবার (০৩ মে) দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জান্নাতুল আক্তার উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ফুপুর বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল। শনিবার দুপুরে তিনি ফুপাতো বোন তাবাসসুমকে (৭) নিয়ে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা নদীর কিনারাতেই গোসল করছিল। এ সময় হঠাৎ স্রোতের তোড়ে পানির গভীরে ভেসে যায় জান্নাতুল। তাবাসসুম চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারেনি।

পরে ভয়ে তাবাসসুম বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। এরপর বিকেলে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরীর চাচা মো. সোহেল বলেন, ভাতিজি আমার বোনের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে খবর পাই নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গেছে। নদীতে অনেক স্রোত ছিল।

স্থানীয় কালু সরদার বলেন, দুপুরে বৃষ্টির সময় নদীতে গোসল করতে আসে জান্নাতুল ও তার ফুপাতো বোন তাবাসসুম। কিছু সময় পর তাবাসসুম বাড়িতে এসে আমার কাছে বলে, স্রোতে টেনে নিয়ে গেছে জান্নাতুলকে। তাবাসসুম ধরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই। তাবাসসুম সাঁতার জানলেও জান্নাতুল সাঁতার জানত না।

মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. লিয়াকত হোসেন বলেন, শিবচর ফায়ার সার্ভিস থেকে আমাদের জানালে দুইজন ডুবুরি নিয়ে বিকেল ৪টা থেকে উদ্ধারে নামি। নদীতে স্রোত রয়েছে। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে দূরে চলে গেছে। তারপরও আমরা নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছি।

খলিল মিয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর