Logo

সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৩ বখাটে গ্রেপ্তার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:৩৩

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৩ বখাটে গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুরে দুই মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৩ মে) মধ্যরাতে অভিযান চালিয়ে উপজেলার বালিজুড়ি নয়াহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বালিজুড়ি নয়াহাটি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২) ও আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল বালিজুড়ি এইচ এ উলুম সিনিয়র মাদ্রাসা থেকে দুই ছাত্রী ছুটি শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাদের পথরোধ করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করে। এ সময় ছাত্রীর চাচা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে তারা তাকে মারধর করে গুরুতর আহত করে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে আতঙ্কে দুই ছাত্রী মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে আহত ব্যক্তির চাচা থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মাদ্রাসার অধ্যক্ষ হারিছ উদ্দিন বলেন, ঘটনার দিন ছাত্রীরা এসে বখাটেদের নামে অভিযোগ করলে আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাই। পরে সঙ্গে সঙ্গে ইউএনও ও থানার ওসিকে অবহিত করি। বর্তমানে ভুক্তভোগী দুইজন মাদ্রাসায় আসছে না।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হবে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আব্দুল হালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর