Logo

সারাদেশ

নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৮:১১

নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর রায়পুরায় নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি চুম্বক ড্রেজার জব্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৪ মে) সকালে এই ড্রেজারটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

স্থানীয়রা জানায়, কোনো ধরনের সরকারি অনুমতি বা লাইসেন্স ছাড়াই চুম্বক প্রযুক্তির ড্রেজার বসিয়ে প্রাকৃতিক পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপথ ধ্বংস করে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছিল। বিষয়টি টের পেয়ে নিলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দারা একত্রিত হয়ে সকালের দিকেই  ড্রেজারটি জব্দ করে।

নিলক্ষ্যা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাজিম উদ্দীন সরকার বলেন, ‘প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি নদীভাঙন ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারনে আমাদের কৃষি জমিকে রক্ষা করতে হবে। প্রয়োজনে এলাকাবাসীকে সাথে নিয়ে বালু উত্তোলন বন্ধে আমরা আরও কঠোর হব।’

এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার জব্দ করেছে এলাকাবাসী। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে এবং ড্রেজারটি আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ড্রেজারের মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। রোববার দুপুর পর্যন্ত ড্রেজারের মালিক পক্ষের কেউ যোগাযোগ করে নি। আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

সুমন রায়/এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর