টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বাক্কার

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৯:১৯

টঙ্গীবাড়ী প্রেসক্লাব কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : বাংলাদেশের খবর
টঙ্গীবাড়ী প্রেসক্লাব কার্যকরী কমিটির সভাপতি দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বাক্কার মাঝি নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ মে) বিকেলে প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক সুমন চোকদার ও সদস্য সচিব সামসুদ্দিন তুহিনের আহ্বায়ক কমিটি ২০২৫-২৭ কার্যকরী কমিটির ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি সুমন চোকদার, সহসভাপতি দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা সামসুদ্দিন তুহিন, সহসভাপতি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাসুম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শেখ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মো. নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক দৈনিক দিন প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি কাদির খান, দপ্তর সম্পাদক দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি হোসেন হাওলদার, কার্যকরী সদস্য দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মো. কাওসার, জসিম শেখ, এবাদুল হাসান, সাধারণ সদস্য- আব্দুস সালাম, ইভা আক্তার, ইব্রাহিম হাওলাদার, মাহমুদা আক্তার, সাথী আক্তার সেতু, রুমা ইসলাম।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাবটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মো. নাজমুল ইসলাম পিন্টু/এমআই