Logo

সারাদেশ

পর্দা নিয়ে সহকারী অধ্যাপিকার বিরূপ মন্তব্য

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২১:৩৩

পর্দা নিয়ে সহকারী অধ্যাপিকার বিরূপ মন্তব্য

ছবি : সংগৃহীত

নারীদের পর্দা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন কুড়িগ্রামের কচাকাটা কলেজের এক সহকারী অধ্যাপক। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।

কচাকাটা কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক লাকি খাতুন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, “চেহারা যদি এভাবে ডাকতে হয়, আল্লাহ মুখ দিলেন কেন? পর্দা প্রথা খুবই ভয়ংকর অশিক্ষিত প্রথা... যদি এটা আল্লাহর নির্ধারিত হতো, নারীদের কচ্ছপের মতো স্থায়ী খোলস দিয়ে জন্ম দেওয়া হতো।”

গত শুক্রবার (২ মে) দেওয়া ওই পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে দাবি করে স্থানীয়রা ব্যাপক প্রতিক্রিয়া জানান। পরদিন শনিবার (৩ মে) একদল ধর্মপ্রাণ মুসল্লি নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ ও স্মারকলিপি দেন।

এ বিষয়ে লাকি খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল প্রথম আলোকে বলেন, ‘এই ঘটনায় কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মানববন্ধন করেছে। কলেজ সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘লাকি খাতুনের পোস্টের বিষয়ে অভিযোগ পেয়েছি। তাকে আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে। তবে তিনি ইতোমধ্যে একটি ভিডিও বার্তা ও নতুন স্ট্যাটাসের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।’

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচাকাটা কলেজের সভাপতি সিব্বির আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নূর-ই-আলম সিদ্দিক/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর