Logo

সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২১:৪৫

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার দেবডাঙ্গা মথুরাপাড়া এলাকায় মাছের আড়তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই বড়ইতলী এলাকার মৃত কার্তিক হালদারের দুই ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিলুর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা নদীতে মাছ ধরে বিক্রির জন্য দেবডাঙ্গা আড়তে আসেন দুই ভাই। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ঝড়ের আশঙ্কায় আড়তের নিচে ঘাটে বাঁধা নৌকাটি ভালোভাবে বাঁধতে যান তারা। তখন বজ্রপাত হয় এবং তাদের হাতে থাকা কাঁচা বাঁশের লগিতে বজ্র আঘাত হানে। এতে দুই ভাই নৌকার ওপর থেকে পানিতে পড়ে যান। পরে আড়তের লোকজন তাদের উদ্ধার করে।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর